জল্পনার ইতি হল বৃহস্পতিবার। একসঙ্গে বসে মেয়ে আরাধ্যার অনুষ্ঠান দেখলেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। মেয়েই শেষ পর্যন্ত মিলিয়ে দিল বাবা মা’কে। এ দিন ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। বহু তারকা সন্তানেরাই এই স্কুলের ছাত্র ছাত্রী। আরাধ্যা বচ্চনও তাই। সে এদিন মঞ্চে বেশ নজর কেড়েছিল। অনুষ্ঠান দেখতে ঐশ্বর্যা ও অভিষেক পৌঁছে গিয়েছিলেন দর্শকাসনে।
এই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিন ধরেই ঐশ্বর্যা ও অভিষেককে এক ফ্রেমে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। সেই ইচ্ছেই পূরণ হল এ দিন। পাশাপাশি বসেই এ দিন অনুষ্ঠান দেখলেন আরাধ্যার মা-বাবা। অনুষ্ঠান শেষে আরাধ্যাকে নিয়ে এক গাড়িতেই বাড়ির পথে রওনা দিলেন ঐশ্বর্যা ও অভিষেক।
তবে এখানেই শেষ নয়। ‘ওম শান্তি ওম’ ছবির গান ‘দিওয়ানগি দিওয়ানগি’র তালে একসঙ্গে পা-ও মেলালেন ঐশ্বর্যা ও অভিষেক। এই মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা।
প্রায় এক বছর ধরে জল্পনা ছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক ও ঐশ্বর্যা। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে। এই প্রথম পরিবার হিসাবে ঐশ্বর্যা-অভিষেক ও আরাধ্যাকে এক ফ্রেমে দেখা গেল।