ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পার্ক-সার্কাস স্টেশনের কাছে একটি কেকের কারখানায় আগুন লেগেছে। দ্রুত ছড়িয়ে পড়ছে সে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে সাহায্যের হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রবল আতঙ্ক ছড়িয়েছে। ট্রেন চললেও, গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

আগুনের জেরে নিয়ন্ত্রণ ট্রেন চলাচলে। পার্ক-সার্কাসের মেন লাইনে কোনও ট্রেন চলাচল বন্ধ নয়। শুধু কর্ড লাইনের অর্থাৎ পার্ক-সার্কাসের গুরুদাস হল্ট কাঁকুড়গাছি হয়ে যে লাইনে ট্রেন চলাচল করে, সেই লাইনে ক্যানিং-বারাসত একটি লোকাল ট্রেন বালিগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মূলত ওই লাইনেই ট্রেন আপাতত নিয়ন্ত্রিত।

আগুন নিয়ন্ত্রণে না আসায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, দীর্ঘক্ষণ আগুন এভাব জ্বলতে থাকলে আশপাশের বাড়িগুলির দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।

কারখানার ভিতরে প্রবেশ করেছেন দমকল কর্মীরা। তবে ঠিক কোন জায়গায় আগুনের উৎসস্থল তা এখনও খুঁজে পাচ্ছে না দমকলকর্মীরা।

দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “আমরা গাড়ি পাঠিয়েছি। আগুন বাড়বে না। কন্ট্রোল হয়ে যাবে। আমি এই মুহূর্তে ঘটনাস্থলে যেতে পারছি না। তবে ওদের সঙ্গে যোগাযোগ রাখছি।”

আগুনের উৎসস্থ কোথায় তা এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখা বাড়ছে। স্থানীয়দের দাবি, তাঁরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনেছেন।

কেকের কারখানাটি যথেষ্ঠ বড়। সেই কারণে এখনও অবধি আগুন নিয়ন্ত্রণে আসেনি। যেখানে ফ্যাক্টরি রয়েছে তার পাশেই স্টেশন। পুরো স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here