শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ইএম বাইপাসের ধারে কালিকাপুর ঝুপড়ির সংলগ্ন একটি বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।
যে বাড়িতে আগুন লেগেছে, তার আশপাশে বহু দোকানও রয়েছে। দমকল বাহিনী প্রবলভাবে চেষ্টা করছেন আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি দেখার। কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
শুরুতে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থা্নীয়রা। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। সূত্রের খবর, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এখনও আগুন জ্বলছে কিছু পকেটে। সেগুলি নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাইপাসের ধারে আনন্দপুর বস্তিতে আগুন লাগে। হাওয়ার গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রায় ৫০টি ঝুপড়ি, দোকান পুড়ে ছাই হয়ে যায়।