ছুটি চেয়েও পাওয়া যায়নি, তাই সহকর্মীদের উপর ছুরির কোপ বসালেন এক সরকারি কোর্টনি। তাঁর ক্রোধ থেকে নিস্তার পাননি পুলিশকর্মীও। যদিও বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অমিত কুমার সরকার। তিনি নিউটাউনের কারিগরি ভবনের একজন কর্মী।
সূত্রের খবর, ৩-৪ মাস আগে নবান্ন থেকে তাঁর পোস্টিং হয়েছে কারিগরি ভবনে। কিন্তু কারিগরি ভবনে পোস্টিংয়ের পর থেকে ঠিকঠাক অফিসে আসতেন না তিনি। ছুটি চেয়ে না পেলে অনুপস্থিত থাকতেন অফিসে। এর পাশাপাশি তিনি বেতনও পাচ্ছিলেন না বলে জানা গিয়েছে। বার বার ছুটি চেয়েও না পাওয়ায় সেই রাগের বহিঃপ্রকাশ হয় আজ। বৃহস্পতিবার অফিসে এসেই চিৎকার করতে থাকেন।
অন্যান্য কর্মীরা তাঁকে বাধা ব্যাগ থেকে ছুরি বের করেn। অন্য এক আধিকারিক অমিতকে বোঝাতে গেলে, তাঁকেই এলোপাথাড়ি কোপ মারতে থাকেন ছুরি দিয়ে। কারিগরি ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষী কর্মীদের ছুরি দিয়ে আঘাত করেন। মোট ৪ জন আহত হন তাঁর ছুরির ঘায়ে। তারপর ছুরি হাতেই নিউটাউনের রাস্তা দিয়ে হাঁটতে থাকেন।
জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা আছে। যদিও ওই ব্যক্তির দাবি, বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। কিন্তু সেই সংক্রান্ত বিল আটকে রাখা হয়েছে। ছুটি নিয়ে বিবাদের জেরেই তাঁর ফাইল আটকে রাখা হয়েছে।