কলকাতায় হয়ে গেল আন্তঃজেলা Khelo India জুডো প্রতিযোগিতা

গোটা দেশ ব্যাপী কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া’র মাধ্যমে খেলার প্রসার ঘটাচ্ছে। শনিবার কলকাতার জুডো ক্লাবে হয়ে গেল অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স জুডো লিগ ২০২৫। পশ্চিমবঙ্গে একটাই জুডোর সংস্থা। ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই খেলা হয়। যেখানে অংশ নিয়েছিলেন ২৩ জেলার প্রায় ২২০ জন প্রতিযোগী। বাংলার প্রতিনিধিদের উত্সাহিত করে যান জুডো সংস্থার সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুজিত বোস। জুডো সংস্থার সচিব তপন বক্সি জানান, খুব তাড়াতাড়ি জুডো চ্যাম্পিয়নশিপ হবে এই বাংলায়। এছাড়াও দীর্ঘদিন পর জুনিয়র ন্যাশনালও হবে এই কলকাতাতেই। মেয়েদের আত্মরক্ষার জন্য এখন যেমন জুডো প্রয়োজনীয় হয়ে উঠেছে, তেমন অলিম্পিকে অন্যতম গেমস এই জুডো। এমনকি জুডোতে সফলদের চাকরিও ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। শনিবার সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র আর ক্যাডেট বিভাগে ইন্টার ডিস্ট্রিক হয় এই প্রতিযোগিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here