
ময়দানের চেনা মুখ। অন্যতম কর্তা প্রাক্তন ক্রিকেটার ডঃ মইন বিন মাকসুদ নিঃশব্দেই ক্রিকেটের জন্য যেন নিবেদিত প্রাণ। শতাব্দীপ্রাচীন ভিক্টোরিয়া ক্লাবকে তিনিই একক প্রচেষ্টায় প্রায় টেনে নিয়ে যাচ্ছেন। দেখতে দেখতে ১২২ বছর হয়ে গেল এই ক্লাব। এই ক্লাবের সচিবের দায়িত্বে মঈন বিন মাকসুদ। আর টেকনিক্যাল ডিরেক্টর সত্রাজিত লাহিড়ী।তিনি ছাড়াও ক্লাবের কোষাধ্যক্ষ পীযূষ চন্দ্র, মিডিয়া ম্যানেজার আসিফ আহমেদ, ক্রিকেট ম্যানেজার অচিন্ত ঘোষ, সিইও রবিয়া জাহাঙ্গীর, চিফ পেট্রোন সুভাষ আগরওয়ালদের প্রচেষ্টাতেই এবার নতুন করে ক্রিকেট দল গড়ল ভিক্টোরিয়া। এবারের অধিনায়ক হয়েছেন পুরব সাহা, ভাইস ক্যাপ্টেন সৌমজিৎ খাস্কেল, অভিনব ভৌমিকরা এবার রয়েছেন দলে। ডঃ মঈন বিন মাকসুদ লন্ডন থেকে জানান, সিএবি এজিএমে অংশ নিতে খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন তিনি।