শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সম্মেলনের শুরুতেই তিনি দু’টি ভিডিও দেখান। তাতে দেখা গিয়েছে আন্দোলনের মধ্যে কখন কী ভাবে হামলা হল সেই ছবি। ১.২৮ মিনিট এবং ১.০৮ মিনিটের দু’টি ভিডিওতে দেখা যায়, কী ভাবে হাজারো মানুষ হাসপাতালে ঢুকছেন।

সিপি জানান, স্বতঃস্ফূর্ত ভাবে কোনও জমায়েত হলে, তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন হয়। কারণ, সেখানে কোনও নেতা থাকে না। সারা শহর জুড়ে সে দিন নানা রকম জমায়েত হয়েছিল। সর্বত্র নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়েছিল পুলিশকে।

সিপি আরও জানান, আন্দোলন যে হিংস্র হয়ে উঠবে, তা পুলিশ আন্দাজ করতে পারেনি। তাঁর কথায়, ‘‘একে আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন।’’

আরজি করের ঘটনা নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে সমাজমাধ্যমে। সেই প্রসঙ্গে বিনীত গোয়েল বলেন, ‘‘আমাদের প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া কাউকে আমরা ধরতে পারি না। আমাদের কাউকে বাঁচানোর নেই। প্রমাণের অপেক্ষায় রয়েছি। দয়া করে গুজব ছড়াবেন না।’’

একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রতি ভরসা রাখতে বলেছেন বিনীত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here