আর কয়েকঘণ্টা পরই শুরু হয়ে যাবে প্রেমের সপ্তাহ। কাল তারই প্রথমদিন রোজ ডে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও, সারা সপ্তাহ ধরে চলে প্রেমের নতুন নতুন দিন ও নতুন করে ভালবাসার একটি উপহার। এই সারা সপ্তাহে জুড়ে ভালবাসার মানুষেরা একে অপরকে বিভিন্ন দিন অনুযায়ী উপহার দিয়ে থাকেন। রোজ ডে’তে প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার চল রয়েছে।

তবে অনেকে সাহস করে পছন্দের মানুষকে গোলাপ দিয়ে প্রোপোজ করে তো দেন, কিন্তু মনে একটা ভয় থেকেই যায় যে, তাঁর উত্তর কী হবে! হ্যাঁ বলবে কি না! তবে জ্যোতিষশাস্ত্র বলছে, রাশি মেনে গোলাপ ও উপহার দিলে সুফল লাভ করা যাবে। ভিন্ন রাশির শুভ বা উপযুক্ত রঙ ভিন্ন হয়। সেক্ষেত্রে যে রাশির জন্য যে রঙ উপযুক্ত সেই রঙের গোলাপ দিলে বাড়বে ভালবাসা। দেখে নিন কোন রাশির জাতকদের কোন রঙের গোলাপ দেবেন —

মিথুন- সবুজ রং এই রাশির জন্য উপযুক্ত। তাই পাতা-সহ ফুল উপহার দিন মিথুন রাশির জাতকদের। অথবা সবুজ রঙটি সামিল রাখুন উপহারে। প্রথমে শাকম্ভরীকে এই ফুল অর্পণ করবেন।

বৃষ- সাদা বা অন্য হালকা রঙের ফুল দিন বৃষ রাশির জাতকদের। উপহারে রাখুন এই রঙের ছোঁয়া। তবে দেখা করার আগে অবশ্যই সাদা ফুল অর্পণ করুন সরস্বতীকে ।

সিংহ- লাল, কমলা, মেরুন রঙের ফুল এই রাশির জাতকদের উপহার দেওয়া উচিত। তবে দেখা করতে যাওয়ার আগে রাম-সীতাকে এই রঙের ফুল অর্পণ করবেন। শুভ ফল পাবেন।

কর্কট- সাদা বা লাল রঙের ফুল উপহার দিন এই রাশির জাতকদের। এই রঙ শুভ এই রাশির জাতকদের জন্য। তবে সঙ্গীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন এই ফুল।

কন্যা- সাদা, টিয়া সবুজ, সবুজ রঙের ফুলের তোড়া উপহার দিন এই রাশির জাতকদের। তবে তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে দেবী অন্নপূর্ণাকে এই রঙের ফুল অর্পণ করতে ভুলবেন না।

তুলা- সাদা, ক্রিম বা হালকা রঙ এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। তাই এই রঙের ফুল ও বস্তু উপহার দেওয়া উচিত। তবে তার আগে দেবী লক্ষ্মীকে এই রঙের ফুল অর্পণ করবেন।

মীন- লাল, হলুদ, ক্রিম বা কমলা রঙ ভালোবাসেন এই রাশির জাতকরা। মীন জাতকদের এই রঙের ফুল বা বস্তু উপহার দেওয়া উচিত। দুর্গাকে এই ফুল অর্পণ করতে ভুলবেন না।

বৃশ্চিক- লাল ও কমলা রঙ এই রাশির জাতকদের প্রিয়। এই রঙের ফুল ও উপহার দেওয়া শ্রেয়। প্রিয় মানুষের আগে গণেশকে এই রঙের ফুল অর্পণ করুন।

মেষ- এই রাশির জাতকদের কমলা, সিঁদুর রঙের গোলাপ ও এই রঙের কোনও বস্তু উপহারে দিতে পারেন। তবে সঙ্গীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বজরংবলীকে এই রঙের ফুল দিতে ভুলবেন না।

ধনু- হলুদ বা ক্রিম রঙের ফুল উপহার দিন ধনু জাতকদের। এই রঙ এই রাশির জাতকদের জন্য শুভ। শিবকে এই ফুল অর্পণ করলে সুফল পাবেন।

কুম্ভ- সাদা, আকাশী বা নীল রঙ কুম্ভ রাশির জাতকদের জন্য খুব শুভ। তাই এই রঙের ফুল ও বস্তু উপহার দিন এই রাশির জাতকদের। তবে সঙ্গীকে ফুল দেওয়ার আগে অবশ্যই শনি ঠাকুরকে পায়ে অর্পণ করুন এই রঙের ফুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here