বাংলাদেশের ধানমন্ডিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদনে’ বুধবার রাতে আগুন ধরানো হয়েছিল। সকাল পর্যন্ত সেই ভবন জ্বলেছে। আগুন লাগার খবর পাওয়ার পরেও সেখানে যায়নি দমকল বিভাগ। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে একথাই জানা গিয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর চালানো হয়। সকালেও ওই বাড়ি ভাঙার প্রক্রিয়া চলছে। ক্রেন এনে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ছ’তলা ভবন। বহু সাধারণ মানুষ সেই বাড়ি এবং মুজিবের স্মৃতিবিজড়িত জাদুঘর থেকে বইপত্র, ইট-কাঠ-পাথর তুলে নিয়ে যাচ্ছেন।

সুধা সদনের বাইরে ভিড় করেছেন অনেক উৎসুক সাধারণ মানুষ। দোতলায় এখনও আগুন জ্বলছে বলে দাবি। রাতে ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হলে স্থানীয়েরা জল দিয়ে নীচের দিকে আগুন নেভান। কিন্তু পুরো বাড়ির আগুন নেভানো সম্ভব হয়নি। বাড়ির দরজা, জানলা অধিকাংশ পুড়ে গিয়েছে। পুড়েছে বইপত্র, লেপ, তোশক, কম্বল। এ ছাড়া, ফ্রিজ, সোফা-সহ অন্য আসবাবপত্রও পুড়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here