ভবিষ্যতে যাদের চোখে রয়েছে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিল ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করেছেন। দেশের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আগামী ৫ বছরের মধ্যে আসন সংখ্যা ব্যাপক হারে বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। একইসঙ্গে আইআইটিগুলিতেও যাতে আসন সংখ্যা বাড়ে সেদিকে দৃষ্টি দেওয়া হবে বলে কথা দিয়েছেন।

সরকারি মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের জন্য তিন বড় সেন্টার নির্মাণের কথাও বলা হয়েছে। ভারতনেট প্রকল্পের অধীনে আনা হবে দেশের সমস্ত গ্রামীণ ক্ষেত্রের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিকে। মেডিক্যালে আগামী ৫ বছরে ৭৫ হাজার আসন সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাড়ানো হবে আইআইটির আসন সংখ্যা। বাজেট থেকে এদিন নির্মলা সীতারমণ বলেন, বিগত ১০ বছরে দেশের ২৩টি আইআইটিতে আসন সংখ্যা ৬৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১.৩৫ লক্ষ। এর মধ্যে ২০১৪ সাল থেকে ৫টি আইআইটি প্রতিষ্ঠানে অতিরিক্ত ৬৫০০ শিক্ষার্থীকে পড়ানোর জন্য যথাযথ পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। আইআইটি পাটনার হস্টেল ও অন্যান্য পরিকাঠামো আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here