মহাত্মা গান্ধীকে কটাক্ষ করে আবার শিরোনামে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। কিছু দিন আগেই অভিজিৎ মন্তব্য করেছিলেন, গান্ধী ভারতের জাতির জনক নন। তিনি আদতে পাকিস্তানের জনক। এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

পুণের এক সমাজকর্মী এই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে এফআইআর-এর দাবি তুলেছেন। মণীশ দেশপাণ্ডে নামে সেই সমাজকর্মী তাঁর অভিযোগে জানান, “গায়ক মহাত্মা গান্ধীকে অপমান করেছেন তাঁর মন্তব্যের মাধ্যমে। এই ভিডিও সমাজমাধ্যমে বেশ ভাইরাল। আপনারা এই মন্তব্য নিয়ে কী বলবেন?”

মণীশ দেশপাণ্ডে এই মর্মে ডেকান-জিমখানা থানায় অভিযোগ জানান। সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন তাঁর আইনজীবী। যদিও এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে এখনও অভিযোগ এসে পৌঁছয়নি। অভিজিৎ সেই বিতর্কিত সাক্ষাৎকারে এই মন্তব্যও করেছিলেন, পৃথিবীর মানচিত্রে সব সময়ই ভারতের অস্তিত্ব ছিল। কিন্তু পাকিস্তানকে ভুল করে তৈরি করা হয়েছে। এর সঙ্গেই তিনি টেনে এনেছিলেন মহাত্মা গান্ধীর নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here