তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে গোটা বাংলা উত্তাল হয়ে গিয়েছে। শুধুমাত্র চিকিৎসক মহলে নয় সেই আঁচ পড়েছে রাজ‌্যের বাইরেও। সকলেরই একটাই দাবি, কেন প্রাণ দিতে হল তরতাজা এই ফুরফুরে মেয়েটিকে? কী দোষ করেছিল সে? রাতের অন্ধকারে ধর্ষণ করে কেন খুন করা হল তিলোত্তমাকে? বিচার চাই। আজ কোথায় নারীদের স্বাধীনতা। কেন অপরাধীরা শাস্তি পাবে না, সকল প্রশ্নের উত্তর চান চিকিৎসক থেকে সাধারণ মানুষেরা।

তাই গর্জে উঠেছে নারী। রাতের অন্ধকারে পথে নামতে ভয় কেন পেতে হবে নারীদের? নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতেই আজ, ১৪ অগস্ট ডাক দেওয়া হয়েছে রাত দখলের। কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাতেই রাত ১১ টা ৫৫ মিনিটে জমায়েত হবেন মহিলারা। তিলোত্তমার বিচার চেয়ে পথে নামছে হাজারো নারী।  এই আন্দোলনে নারীদের পাশে থেকে সাহায‌্যের হাত বাড়িয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বুধবার রাতে শহরে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, বুধবারের জন্য তাঁদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে। দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। সেই পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দু’টি মেট্রোই সব স্টেশনে থামবে। এর পর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে থাকবে। বুধবার রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। নিরাপত্তাকর্মীর সংখ্যাও আমরা বৃদ্ধি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here