আজ  থেকে ফের রাজ্যে পারদ পতন। তুষারপাতের সম্ভবনা দার্জিলিংয়ের উঁচু এলাকায়। হালকা বৃষ্টির সম্ভবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায়। রাতের তাপমাত্রা ৪৮ ঘণ্টায় ২-৪ ডিগ্রি পর্যন্ত নামবে। শুক্রবারের মধ্যে ফের ১২ বা ১৩ এর ঘরে কলকাতার রাতের পারদ।

পৌষ সংক্রান্তি থেকে বাড়বে তাপমাত্রা। মাঘের শীত বাঘের গায়ে এ বোধহয় এবার এর বলা হবে না। কারণ মাঘ মাসেও শীত ফেরার সম্ভবনা কম।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র এবং অসম সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গে আজ থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। তবে খুব বেশি জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা।আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।

উত্তরবঙ্গে বুধবার রাত থেকে ফের তাপমাত্রা কমবে। দার্জিলিং এ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আজ রাতে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here