দেখতে দেখতে ২০২৪ চলে গিয়ে, একটি নতুন বছর চলে এসেছে। বর্ষের প্রথমেই যদি আপনি এই জিনিসগুলি আপনার প্রিয়জনকে উপহার দেন, তাহলে কিন্তু তাঁর বাড়িতে বাস্তুত্রুটি থাকবে না এবং আর্থিক দিকেও খুব লাভ হবে।
সেই ব্যক্তি পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারেন। এমনকি কাটবে আর্থিক সঙ্কটও। ফিরবে দাম্পত্য জীবনে সুখও। জেনে নিন, নববর্ষে আপনি আপনার প্রিয়জনকে কী উপহার দেবেন, যাতে তাঁর আর্থিকদিকে খুব লাভ হবে।
মানিপ্ল্যান্ট বা তুলসী গাছ
আপনি আপনার প্রিয়জনকে মানিপ্ল্যান্ট, তুলসী গাছ দিতে পারেন। এগুলি বাড়িতে রাখলে সর্বদা ঘরে বিরাজ করে মা লক্ষ্মী। ব্যক্তির ভাগ্য উজ্জ্বল থাকবে। কোনও কাজে তিনি পিছিয়ে যাবেন না । সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনিও। তাছাড়া এই গাছগুলি বাড়িতে থাকলে আর্থিক সঙ্কট জীবন থেকে দূর হয়।
লাফিং বুদ্ধ
আপনি প্রিয়জনকে লাফিং বুদ্ধ দিতে পারেন। বলা হয়, নববর্ষের দিন এই জিনিসগুলো উপহার দিলে বাস্তু দোষের সমস্যা দূর হয়। ঘরে বিরাজ করে ইতিবাচক শক্তি। ব্যক্তির জীবনের সফলতা আসবে। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। শুভ কোনও কাজ আপনার আটকেও যাবে না।
শ্রী যন্ত্র
নববর্ষের দিন আপনি কিন্তু আপনার প্রিয়জনকে শ্রী যন্ত্র উপহার দিতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। আর্থিকদিকে লাভ হবে আপনার। এতে কিন্তু মা লক্ষ্মীও ভীষণ খুশি হন। এতে দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে।
গণপতির মূর্তি
আর আপনি কিন্তু কাছের মানুষকে নববর্ষে গণেশের মূর্তি দিতে পারেন। তবে যখনই দেবেন ডান দিকে শুঁড় রয়েছে এমন মূর্তি দেবেন। এতে গণপতি খুব খুশি হবেন। গণপতির কৃপায় তার জীবনের সফলতা লেগেই থাকবে। আয়, উন্নতি বাড়তে থাকবে। কোনও কাজে যদি কোনও বাধা থাকে সেই বাধা কেটে যাবে। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাই আপনারা নতুন বছরে আপনার প্রিয়জনকে উপহার স্বরূপ এগুলি দিতেই পারেন।