এই তেল লাগালে দূর হবে মুখের দাগছোপ, তৈলাক্ত ত্বকও হবে উজ্জ্বল

আজকাল ত্বকের সমস্যা দ্রুত বাড়ছে। পরিবেশ দূষণ ও মানসিক চাপের কারণে মুখে ব্রণও বাড়ছে। এছাড়াও, হরমোনের ব্যাঘাত এই বিষয়গুলিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে মুখের জন্য বিশেষ কিছু তেল ব্যবহার করা জরুরি। যেমন বাদাম তেল। ত্বকের জন্য বাদাম তেল বা আমন্ড অয়েলের বিকল্প নেই।

বাদাম তেল মুখের রক্ত সঞ্চালন দ্রুত করার পাশাপাশি মৃত কোষ দূর করতে সহায়ক। এর পাশাপাশি এটি ব্রণ কমাতে এবং ত্বক ফর্সা করতেও সাহায্য করে। বাদাম তেল আসলে খুব হালকা হয়, ফলে ত্বকের গভীরে শোষিত হতে পারে। বিশেষ বিষয় হল এটি অ্যান্টিব্যাকটেরিয়াল যা ব্রণ কমাতে সহায়ক।

এছাড়াও, বাদাম তেলে থাকা ভিটামিন এ ব্রণ তৈরি হতে বাধা দেয়। পাশাপাশি ব্রণর কালো দাগ দূর করতে সাহায্য করে। বাদাম তেল হাইপোঅ্যালার্জেনিক যা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও এটি ভিটামিন ই সমৃদ্ধ এবং কিছু অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য বিশিষ্ট।

তৈলাক্ত ত্বক যাদের তাঁরা এটি নিয়মিত প্রয়োগ করলে ত্বকের চাপ এবং UV রশ্মির কারণে হওয়া ক্ষতি কমাতে সাহায্য করে। এর সঙ্গে রক্ত চলাচলের উন্নতি ঘটায় যার ফলে মুখের উজ্জ্বলতা বাড়ে।

মুখের জন্য বাদাম তেল ব্যবহার করার দুটি পন্থা রয়েছে। প্রথমে এটিকে ক্লিনজার হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন। ক্লিনজার হিসাবে ব্যবহারের সময় লেবুর তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে মাখতে পারেন। আর ময়েশ্চারাইজ করার জন্য সরাসরি ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। উভয় পদ্ধতিই ত্বকের জন্য উপকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here