তিলোত্তমার মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে উঠেছে ছাত্র সমাজ। আরজি কর কান্ডে গর্জে উঠেছে বহু সরকরি হাসপাতালের চিকিৎসকেরা। জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগই বন্ধ রেখেছেন তাঁরা। তাঁদের সকলের একটাই দাবি তিলোত্তমার দোষীদের যেন কঠোর শাস্তি হয়। এর বিচার যেন সঠিক হয়। এই লজ্জাজনক ঘটনার জেরে মিটিং-মিছিল-বিক্ষোভ শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায়।
স্বাধীনতা দিবসের আগেই নারীর সুরক্ষার দাবিতে পথে নামছে গোটা নারী সমাজ। আরও একবার এ রাজ্য তথা পুরো দেশ দেখতে চলেছে নারী আন্দোলন। কারণ স্বাধীনতার মধ্যরাতে পথে নামবেন হাজার-হাজার মহিলা। রাস্তা দখল করবেন তাঁরা। নিজেদের স্বাধীনতার জন্য। আরজি কর-কাণ্ডের প্রতিবাদের জন্য।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদের জন্য।কোথায় কোথায় হবে আন্দোলন?
জানা যাচ্ছে, ১৪ অগস্ট রাত্রি ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। তবে শুধু শহর কলকাতা নয়, একই সঙ্গে মহিলারা জমায়েত করবেন ডানলপ মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, উত্তরপাড়া সখের বাজার।