বর্ষাকাল মানেই কখনও রোদ ঝলমলে আকাশ তো কখনও আবার কখনও ঝেঁপে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই বাংলার। বৃষ্টি চলতে থাকবে সব সময়েই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলবে বৃষ্টির দাপট। তবে এই মুহূর্তে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। মাঝে কয়েকদিন বৃষ্টির দাপট কমে গেলেও ফের উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস হয়েছে। সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে হালকা রোদও রয়েছে। বেলার দিকে মহানগরী তিলোত্তমায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।