গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি। জরুরি ভিত্তিতে থানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু বিপদ এখনও কাটেনি বলে জানা যাচ্ছে।
গত শনিবার থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বিনোদ কাম্বলির। কিন্তু পরিস্থিতি কিছুটা হাতের বাইরে চলে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সাম্প্রতিক সময়ে কাম্বলির অসুস্থতা নিয়ে বারবার উদ্বেগ বেড়েছে ক্রিকেটমহলের।কিছু মাস আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় দাঁড়াতে গিয়ে রীতিমতো টলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েন ক্রিকেটপ্রেমীরা। কয়েক দিন আগে তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে বন্ধু সচিন তেন্ডুলকরের হাত ধরে টানছেন কাম্বলি। সম্প্রতি নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছিলেন কাম্বলি। তিনি জানিয়েছিলেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন। এরই মধ্যে গত শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থা ফের অবনতি হয়। যদিও ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here