মডেল ও সিরিয়াল অভিনেত্রীর শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সে পেশায় একজন মুহুরি। ধৃতকে সোমবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের নাম ফারহাদ খান। তাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী বছর খানেক আগে আইনি সমস্যায় পড়েছিলেন। সেই সময় তার সঙ্গে পরিচয় হয় ফারহাদ খানের।

পরিচয়ের সময় সে নিজেকে আইনজীবী বলে দাবি করে। ক্রমশ সম্পর্ক গাঢ় হয়, দু’জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। অভিনেত্রীর গাড়িও ব্যবহার করতেন ফারহাদ।

শুধু তাই নয়, বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় ১২ লক্ষ টাকা নেয় সে। পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করে ফারহাদ। এই ঘটনায় অভিনেত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here