প্রতিবেশীর পরশ্রীকাতর স্বভাবের চোটে বিঘ্নিত হয়েছে আপনার শান্তি। কিন্তু তবুও চুপ করে সহ্য করে গিয়েছেন। অত ভেবে কাজ নেই। বরং খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য মানতে হবে বাস্তুর এই ৫ নিয়ম।
১) প্রবেশ দ্বারের এক পাশে ছোট্ট এক টুকরো কালো রঙের মার্বেল রেখে দিন। দেখবেন যেন ঘরে ঢোকার সময় মার্বেলের টুকরোটি চোখে পড়ে। ড্রয়িং রুমের ফ্লোরটিও কালো রঙের মার্বেল দিয়ে তৈরি করতে পারেন। কিংবা ঘরের কোনও একটি বিশেষ অংশেও কালো রঙের মার্বেল ব্যবহার করতে পারেন।
২) ছাদের মাথায় কালো রঙের একটি মাঝারি মাপের কাপড় পতাকার মতো করে টানিয়ে দিন। এতে গোটা বাড়িতেই কুনজর পড়বে না। এক্ষেত্রে ব্য়বহার করতে পারেন লাল-হলুদ রঙের কাপড়ও।
৩) ঘরের কোণায় একটি কাচের পাত্রে জল রাখুন। জলের মধ্য়ে মিশিয়ে দিন একটু নুন। এতে নেগেটিভিটি ঘরে প্রবেশ করবে না।
৪) ঘরের বারান্দায় উইন্ডচাইম ঝুলিয়ে দিতে পারেন। উইন্ডচাইম নেগেটিভিটিকে দূর করে।
৫) প্রত্যেকদিন সন্ধে নাগাদ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রবেশ দ্বারের সামনে কিছুক্ষণ আরতি করুন। এর ফলে কুনজর থেকে বাঁচবে আপনার বাড়ি।