এফসি গোয়ার বিরুদ্ধে হার হজম করলেও আত্মবিশ্বাসে ফুটছিল মোহনবাগান। কিন্তু পঞ্জাব এফসি’র মুখোমুখি হওয়ার আগে চিন্তা কিছুটা বাড়ল সবুজ-মেরুনের। গ্রেগ স্টুয়ার্ট চোটে ভুবছেন। এবার চোটের কবলে পড়লেন দিমিত্রি পেত্রাতোস।
গোয়ায় খেলতে গিয়ে ডান পায়ে চোট লেগেছে তাঁর। সেই কারণে ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছিল দিমি’কে। গত রবিবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ইতিমধ্যেই তাঁর সেই চোটের পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত জানানো যাচ্ছে না তাঁর পায়ের চোট কেমন! সে ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার দিমিত্রি পঞ্জাবের বিরুদ্ধে নামবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
গ্রেগ স্টুয়ার্টের চোট থাকায় মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছিল দিমিকে। বর্তমানে তিনিও চোটের কবলে। তাই পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের দল গঠন সহজ হবে না। রবিবার ফিজিওর কাছে ট্রেনিং করেন গ্রেগ। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকে তাঁকে রাখা হবে কিনা, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।