২০২৫ সালে রাশি পরিবর্তন করবে শুক্র গ্রহ। বর্তমানে শুক্র শনির রাশি মকর রাশিতে অবস্থিত। গণনা অনুসারে ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। তৈরি হবে মাল‍ব‍্য রাজযোগ। মালব‍্য রাজযোগ বেশ কয়েকটি রাশির জন‍্য অত‍্যন্ত উপকারী হতে চলেছে। বছরের শুরুতেই মালব‍্য রাজযোগে কোন কোন রাশির কপাল খুলবে জেনে নিন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য অত‍্যন্ত শুভ হতে চলেছে মালব‍্য রাজযোগ। আয়ের নতুন পথ খুলে যাবে। সম্পত্তি ও যানবাহন ক্রয়ের সম্ভাবনা থাকবে। পুরনো কিছু বিনিয়োগে লাভ হবে। সব মিলিয়ে নতুন বছর বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্য অত্যন্ত শুভ হতে চলেছে মালব‍্য রাজযোগ। কিছু ভাল খবর পেতে পারেন। পেশা ও ব্যবসায় উন্নতি ও লাভ হতে পারে। যার ফলে সমাজে সম্মান বাড়বে।

মীন রাশি: মীন রাশিতে শুক্র প্রবেশের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের জন‍্যেও ভাল সময় আসবে মালব‍্য রাজযোগে। এই রাশির চতুর্থ ঘরে রাজযোগ তৈরি হবে। সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তিও পাওয়া যাবে সেখানে। এছাড়া চাকরিজীবীদের বেতন বাড়তে পারে। পুঞ্জীভূত পুঁজি সম্পদও বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here