অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে টিম ইন্ডিয়া। গত তিন টেস্টে তিন রকমের উইকেট পেয়েছে তারা। আগামী ২৬ ডিসেম্বর থেকে চতুর্থ টেস্ট। মেলবোর্নে আয়োজিত হতে চলা এই ম্যাচে আরও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে টিম ইন্ডিয়া।
পার্থে গতি এবং বাউন্সের সুবিধা পেয়েছেন বোলাররা। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে দেখা গিয়েছে সুইংয়ের দাপট। ব্রিসবেনে গতি থাকলেও বাউন্স খুব একটা ছিল না। কিন্তু মেলবোর্ন টেস্টের আগে সেখানকার পিচে ঘাস দেখা গিয়েছে। পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ জানিয়েছেন, গত দু’তিন বছর ধরে সেখানে যেমন পিচ হচ্ছে, তেমনটাই এই ম্যাচেও থাকবে। তিনি বলেন, “তিনটে দুর্দান্ত টেস্ট দেখেছি। তিনটে পিচই ভাল ছিল। এ বার আমাদের পালা। আমরা নতুন কিছু করার চেষ্টা করিনি। গত কয়েক বছর এই ধরনের পিচেই খেলা হচ্ছে।” গত কয়েক বছর মেলবোর্নের পিচে বাউন্স দেখা গিয়েছে। কিন্তু চলতি বছর এই উইকেটের চরিত্র বদল হতে পারে। তার অন্যতম কারণ তাপমাত্রা। বড় দিনের সময়টা অস্ট্রেলিয়ার তাপমাত্রা বাড়ে। উইকেটে ফাটলও থাকতে পারে না। সে ক্ষেত্রে বোলাররা সুবিধা পেতে পারেন। তার উপর মেলবোর্নের পিচে বেশ কিছুটা ঘাস দেখা গিয়েছে। ব্রিসবেন টেস্টের মাঝেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাই মেলবোর্ন টেস্টে দলগঠনের দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here