বর্তমান সময় মানুষ যা শোন তাই গুগলে সার্চ করে নেয়। ২০২৪ এ কী কী সার্চ হয়েছে পাকিস্তানে সেই ‘টপ লিস্ট’ এর একটি তালিকা প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে যে তালিকা দেখা গিয়েছে তা দেখে চোখ কপালে উঠতে পারে?

সারা বছর ধরে পাক নাগরিকরা মূলত ক্রিকেট নিয়েই মাথা ঘামিয়েছেন। T20 World Cup এর পাশাপাশি শোয়েব মালিক এবং সাজিদ খানের সার্চও হয়েছে প্রচুর সংখ্যায়। তবে এবার ক্রিকেটের পাশাপাশি গুগল সার্চে জায়গা করে নিয়েছে জ্যাভলিনও। প্যারিস অলিম্পিক্স ২০২৪ এ জ্যাভেলিনে সোনা পাওয়া আরশাদ নাদিম। তাঁকে নিয়েও প্রচুর সংখ্যায় গুগল সার্চ করেছে পাক নেটিজেনরা।

খেলা ছাড়াও পাকিস্তানের গুগল টপ সার্চে রয়েছে Apple iPhone 16 Pro Max ফোনও। সেপ্টেম্বরে লঞ্চ হওয়া এই ফোন নিয়ে উত্তেজনার শেষ ছিল না পাকিস্তানে। পাকিস্তানের গুগল টপ সার্চে উঠে এসেছে অ্যাপলও। এছাড়াও এআই টুলস যেমন- ChatGPT, Gemini, and Remaker.ai-এরও সার্চ হয়েছে প্রচুর। এও দেখা গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পাক নাগরিকদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে। সেই মতো জোরকদমে গুগলে চলেছে সার্চ।

এগুলি ছাড়াও গুগলে ভারতকে নিয়ে নানা রকম সার্চ করেছে পাক নাগরিকরা। ক্রিকেটে পাকিস্তান বনাম ভারত, ভারত বনাম ইংল্যান্ড সহ ভারতের ক্রিকেট নিয়ে একাধিক সার্চ গুগলে করেছেন পাকিস্তানের নেট নাগরিকরা।

এছাড়াও ভারতের বেশ কিছু সিনেমাও সর্বাধিক সার্চের তালিকায় রয়েছে পাকিস্তানে। যেমন- অ্যানিমাল, স্ত্রী ২, হীরামান্ডি, বিগ বস-১৭ এর মতো সিনেমা, টেলিভিশন শো নিয়েও দেদার সার্চ হয়েছে গুগল পাকিস্তানে। মুকেশ অম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে টপ সার্চ হয়েছে গুগলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here