![FotoJet - 2024-12-20T184246.218](https://sportsnscreen.com/wp-content/uploads/2024/12/FotoJet-2024-12-20T184246.218.jpg)
২০২৪ সাল শেষ হয়ে ২০২৫ শুরু হতে চলেছে। প্রত্যেকটা মানুষেরই নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা, আশায় থাকেন। সকলেই খুব ভালভাবে নতুন বছর শুরু করতে চান, তবে সকলেই যে সারা বছর সুখে থাকতে পারেন তা নয়। পুরনো বছরের গ্লানি, ক্লান্তি, দুঃখ, কষ্ট কাটিয়ে সকলের নতুন বছর সুখে কাটাতে চান।
যদি আপনি নতুন বছরে ভাল থাকতে চান, তাহলে বাড়িতে নতুন বছরের আগেই এই জিনিসগুলি নিয়ে আসুন। তাহলে আপনার জীবনে কোনও সমস্যা থাকবে না। আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি জীবনে এগিয়ে যেতে পারবেন। বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তি। তাছাড়াও বাড়িতে এই জিনিসগুলি রাখা খুব শুভ।
তুলসী গাছ
তুলসী গাছ বাড়িতে রাখা শুভ ও পবিত্র বলে মনে করা হয়। যে বাড়িতে নিত্যদিন তুলসী গাছ রেখে পুজো করা হয় তাদের জীবনে কোনও অশান্তি থাকে না। ঝামেলা থেকে তারা মুক্তি পাবেন। কোনও কাজেই আপনারা পিছিয়ে পড়বেন না। তাই বাড়িতে নতুন বছর শুরু হওয়ার আগেই আনুন তুলসী গাছ।
গণেশের মূর্তি
ভগবান গণেশের মূর্তি নববর্ষের আগেই বাড়িতে নিয়ে চলে আসুন। ভগবান গণেশের মূর্তি বাড়িতে থাকলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আপনি নববর্ষের আগে বাড়িতে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করুন। এতে কর্মস্থলে কোনও বাধা থাকবে না। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি।
ময়ূরের পালক
বছর শেষ হওয়ার আগেই বাড়িতে নিয়ে চলে আসুন ময়ূরের পালক। এতে পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। এমনকি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাও আপনি পাবেন। তারপর আর্থিক দিকে যে সঙ্কট ছিল তা থেকে বের হতে পারবেন।
ঘোড়ার নাল
বাড়িতে ঘোড়ার লাল রাখা অত্যন্ত শুভ। তাই আপনি বাড়িতে ঘোড়ার নাল রাখুন। আপনার বাড়ির প্রধান দরজার সামনে সেটিকে ঝুলিয়ে রাখুন। এতে পরিবার থেকে নেতিবাচক শক্তি দূরে থাকবে, ভাগ্যের দ্বার খুলবে।
মহালক্ষ্মী যন্ত্র
মহালক্ষ্মী যন্ত্র বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে রাখলে আপনার বাড়িতে সুখ, শান্তি বিরাজ করবে । দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। এতে কখনোই দেবী লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না। আর্থিকদিকে লাভ হবে আপনার।