বলিউড তারকাদের স্টেটাস বজায় রাখার অন্যতম মাধ্যম হল তাঁদের বাসস্থান। কে কত দামী বাড়ি কিনতে পারে তা নিয়ে যেমন টক্কর চলে, তেমনি তাঁদের বাড়িগুলির নামও হয় বেশ ভিন্ন ধরণের।

অমিতাভ বচ্চনের সাধের বাড়ির নাম প্রতিক্ষা। এই বাংলোটির মালিক কেবলই অমিতাভ। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন এই বাড়ির নামকরণ করেছিলেন। হরিবংশের একটি লেখা থেকে নাম নেওয়া হয়েছে।

কাজল ও অজয় দেবগণের জুহুর বিলাশবহুল বাংলোর নাম ‘শিবশক্তি’। যেহেতু অজয় শিবের ভক্ত তাই এই বাড়ির নাম দেবাদিদেবের নামেই।

৪ বছর ধরে তাঁর স্বপ্নের অট্টালিকাকে মনের মতো প্রস্তুত করেছিলেন শাহরুখ খান। বাংলোর নাম সকলেই জানেন – মন্নত। তাঁর ‘ইয়েস বস’ ছবির একটি গানের শুটিংও হয়েছে এই বাংলোর সামনেই। তিনি এই বাড়িটি তাঁর গর্ভবতী স্ত্রী গৌরীকে উপহার দিতে চেয়েছিলেন। মনে-মনে বলেছিলেন, যদি তাঁর কন্যা হয় তাঁর নাম রাখবেন মন্নত না হলে সুহানা। শেষমেশ মেয়ের নাম হল সুহানা এবং বাংলোর প্লেটে বসল মন্নত নাম।

রামায়ণের চরিত্রের নাম শত্রুঘ্ন। অভিনেতারও তাই নাম – শত্রুঘ্ন সিনহা। বাড়ির নাম রেখেছেন রামায়ণ। সেই বাড়িতেই স্ত্রী পুনম, দুই ছেলে লাভ, কুশ এবং কন্যা সোনাক্ষীর সঙ্গে থাকেন অভিনেতা। রামায়ণের গল্পের মতোই শত্রুঘ্নর তিনজন ভাই আছেন – রাম, লক্ষণ এবং ভরত। হিন্দুদের মহাকাব্যটির সঙ্গে মিলে গিয়েছে এই পরিবার, তাই বাড়িরও তেমনই নাম।

বর্তমানে বাস্তু অ্যাপার্টমেন্টে থাকলেও খুব শীঘ্রই একটি আট তলা বাংলোতে শিফট করতে চলেছেন রণবীর, আলিয়া, নীতু কাপুর এবং ছোট্ট রাহা। কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটি তৈরি করছেন তাঁরা। ঋষি কাপুরের বাবা মা রাজ কাপুর এবং কৃষ্ণা কাপুরের নামে নামকরণ হয়েছে এই বাংলোর। তাই বাংলোর নাম রাখা হয়েছে কৃষ্ণারাজ বাংলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here