ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্না দিতে পারবেন চিকিৎসকেরা। এ প্রসঙ্গে রাজ্য সরকার যে আপত্তি তুলেছিল, তা মানল না কলকাতা হাই কোর্ট। ধর্নার অনুমতি দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে। তবে সেই সঙ্গে বেশ কিছু শর্তও তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আদালত বৃহস্পতিবারই মৌখিক ভাবে ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিয়ে দিয়েছিল। তবে বলা হয়েছিল, রাজ্যের বক্তব্য বিবেচনা করে ধর্নার প্রয়োজনীয় শর্ত নির্দিষ্ট করা হবে শুক্রবার। উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ছিল। শুক্রবার আদালত জানিয়েছে, ধর্না চলাকালীন ২০০-২৫০ জনের বেশি লোকের জমায়েত হয়ে গেলে পুলিশের সঙ্গে আলোচনা করতে হবে ডাক্তারদের। ধর্নামঞ্চ থেকে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না। উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন কিছু করা যাবে না।

মেট্রো চ্যানেলে ধর্নার জন্য ৪০ ফুট লম্বা মঞ্চ তৈরি করতে হবে, জানিয়েছে আদালত। সেই মঞ্চ অন্তত ২৩ ফুট চওড়া হবে। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যা নিয়ে ক্ষোভ রয়েছে। বিচারের দাবিতে নতুন করে আবার পথে নেমেছেন চিকিৎসকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here