ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এক ঘোষণা মারফত জানিয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হল। এর আগে ১৪ ডিসেম্বর ছিল শেষ দিন। তবে এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে করা হয়েছে ১৪ জুন ২০২৫ পর্যন্ত। আপনি যদি আপনার আধার কার্ড, নাম, ঠিকানা ইত্যাদি বিনামূল্যে পরিবর্তন (UIDAI) করতে চান, তাহলে এর জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না। অনলাইনে UIDAI-এর ওয়েবসাইট থেকে এই আপডেট করা যাবে আধার কার্ডের ডেমোগ্রাফিক তথ্য।
এর মাধ্যমে দেশের কোটি কোটি আধার কার্ড গ্রাহককে বিনা খরচে আধার আপডেট করার সুবিধে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে। আপনি যদি আধার কার্ড আপডেট করতে চান, তাহলে অনলাইনে আপডেটের ক্ষেত্রে কোনো খরচ ছাড়াই ১৪ জুন ২০২৫-এর মধ্যে সুযোগ পাবেন।
প্রথমে আপনাকে UIDAI-এর আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে সেলফ সার্ভিস পোর্টাল myaadhaar.uidai.gov.in –এ।
নিজের আধার নম্বর, ক্যাপচা কোড আর মোবাইল নম্বরে আসা ওটিপি বসালেই আপনার প্রোফাইল খুলে যাবে।
এবার ডকুমেন্ট আপডেট সেকশনে সমস্ত তথ্য দিতে হবে যা যা আপনি আপডেট করতে চান।
ড্রপ ডাউন লিস্ট থেকে উপযুক্ত ডকুমেন্ট টাইপ বেছে নিয়ে যাচাইকরণের জন্য সেই নথি স্ক্যান করে আপডেট করতে হবে।
এরপরে আপনাকে দেওয়া হবে সার্ভিস রিকোয়েস্ট নম্বর। এই নম্বরের সাহায্যে আপনি এই পোর্টাল থেকে আপডেটের স্ট্যাটাস জানতে পারবেন।