অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্ট খেলতে মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু সেখানকার মাটিতে পা রাখামাত্রই বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। এক মহিলা সাংবাদিকের সঙ্গে বির্তকে জড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ক্রিকেট খেলার পাশাপাশি পরিবার এবং সন্তানদের নিয়ে খুব সচেতন বিরাট। সেই কারণে সন্তানদের গোপনীয়তা বজায় রাখতে চান তিনি। সাংবাদিকদের অনুরোধ করেন সন্তানদের ছবি না তুলতে। কিন্তু মেলবোর্নে নামতেই একঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট ও তাঁর পরিবারের দিকে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকের সঙ্গে। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে বিমানবন্দর থেকে বেরচ্ছিলেন বিরাট। সেই সময়েই অজি সংবাদমাধ্যম চ্যানেল ৭-এর এক সাংবাদিক ক্যামেরা নিয়ে এগিয়ে আসেন। সপরিবার বিরাটের ছবি তুলতে শুরু করেন। তবে সেই সময়ে বাধা দেন তারকা ক্রিকেটার। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে। এই কথা বলে খানিকটা এগিয়ে যান বিরাট। কিন্তু বিরাটকে উদ্দেশ্য করে ওই সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই। সেই কথা শুনেই পালটা সুর চড়িয়ে এগিয়ে আসেন বিরাট। খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মেটে। করমর্দন করতে দেখা যায় দুজনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here