আরজি কর মামলায় বিচার প্রক্রিয়ার উপর ওঠা অভিযোগ নিয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ওই মামলা সংক্রান্ত নথি হাই কোর্টে পেশ করতে হবে সিবিআইকে। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ তুলেছিলেন আগেই। এ বার আরজি করকাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা-মা সরাসরি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন।
সেই সঙ্গে জানিয়েছেন, সিবিআইয়ের তদন্তে তাঁদের কোনও আস্থা নেই। বৃহস্পতিবার দুপুর নির্যাতিতার পরিবার হাই কোর্টকে জানায় বিচার প্রক্রিয়ায় অনেক খুঁত রয়েছে।