মনুস্মৃতি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থ থেকে মুণ্ডন সংস্কার সম্পর্কে তথ্য পাওয়া যায়। সাধারণত একটি শিশুর জন্মের এক বছর, সাত বছর বা আট বছর পর সনাতন পদ্ধতিতে শিশুর মাথা থেকে সমস্ত চুল কেটে দেওয়া হয় যাতে ব্যক্তির পূর্বজন্মের পাপ চিরতরে মুছে যায়।
সপ্তাহের সোমবার, বুধবার, বৃহস্পতি এবং শুক্রবার মুণ্ডন সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া আষাঢ়, মাঘ ও ফাল্গুন মাসে মুণ্ডন করা শুভ।
হিন্দু ধর্ম অনুসারে মুন্ডন সংস্কার পদ্ধতি কী?
প্রথমে বাড়ির উঠানে তুলসীর কাছে একটি খালি কোণ খুঁজে নিন।
সেখানে পুরোহিতকে দিয়ে যজ্ঞ করান।
মা শিশুটিকে কোলে নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসুন।
এরপর শিশুর চুল কেটে মাথা গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলুন।
চুলগুলো গোবর বা ময়দার একটি মন্ডের মধ্যে নিয়ে মাটিতে পুঁতে রাখুন বা জলাশয়ে দিয়ে দিন।
সবশেষে মুণ্ডন করার পর শিশুকে জল দিয়ে স্নান করান।