লক্ষ্মীকে ধন-সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে কমলাসনা দেবীর পুজো করে তাঁকে তুষ্ট করতে পারলে জীবনে কখনও অর্থের অভাব হয় না। তাই প্রত্যেক মানুষই চান দেবী লক্ষ্মীর আশির্বাদ যেন সর্বদা তাঁদের মাথায় থাকে। স্বপনশাস্ত্র অনুযায়ী এমন কিছু স্বপ্ন রয়েছে যা ইঙ্গিত দেয় অর্থাগমনের। দেখে নিন এই স্বপ্নগুলি কী কী-
১. স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্নের মধ্যে কোনও খোপের মধ্যে সাপ লুকিয়ে রাখার স্বপ্ন দেখলে তাঁকে অত্যন্ত শুভ সংকেত মনে করা হয়। এর ফলে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা থেকে যায়।
২. স্বপ্নের মধ্যে কোনও মহিলা বা মেয়েকে নাচতে দেখছেন? শাস্ত্র অনুযায়ী এই স্বপ্ন অত্যন্ত শুভ। ধন লাভের ইঙ্গিত দেয় এমন স্বপ্ন।
৩. আবার স্বপ্নে কোনও ব্যক্তি নিজেকে গাছে উঠতে দেখাকেও লক্ষ্মীর আশীর্বাদের ইঙ্গিত মনে করা হয়ে থাকে। এই স্বপ্ন আকস্মিক ধন লাভের ইঙ্গিত দেয়।
৪. অন্য দিকে মৌমাছির চাক স্বপ্ন দেখালে বুঝতে হবে যে শীঘ্র লক্ষ্মী লাভ হতে চলেছে।