ডিসেম্বর প্রায় শেষের পথে। আবার এক নতুন বছর আসবে। এই সময়ে পুরোনো বছর শেষের ও নতুন বছরকে আহ্বান জানানোর আনন্দে মেতে ওঠেন মানুষ। কেউ বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটিয়ে, কেউ বন্ধুবান্ধব বা প্রিয় মানুষের সঙ্গে থেকে আবার কেউ ঘুরে এই সময়টা উপভোগ করেন। সামনেই বড়দিন, আর তার ঠিক এক সপ্তাহ পর বছর শেষ। এবার মজার ব্যাপার হল এই দুটোই এবারে উইকেন্ডে পড়েছে। তাই ছুটি পেতেও বিশেষ অসুবিধা হবেনা। কাজেই এই এক-দু দিনের জন্য যদি কোথাও বেড়াতে যেতে চান তবে আপনার জন্য আদর্শ হবে বকখালির অদূরের এই সমুদ্রতট।

দীঘা, পুরী, মন্দারমণি, মৌসুমী আইল্যান্ড অনেকেরই ঘোরা। তবে এবারের বড়দিন বা নতুন বছরের শুরুর উদযাপনটা যদি প্রিয় মানুষের সঙ্গে একান্তে কাটাতে চান তবে চলে আসুন বকখালি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এক বিচে। যেখানে পাবেন ঝাউবন, ডেউয়ের শব্দে মুখর সমুদ্রতট, আর লাক্সারি ক্যাম্প। মাসকয়েক আগেই সেখানে শুরু হয়েছে ‘বকখালি ইকোপার্ক আর টেন্ট’। এখানে টেন্টের সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথ। ঘরের মধ্যে খাট, ফ্যান-এসি, টিভি, টেবিল-চেয়ার। সব মিলিয়ে পেয়ে যাবেন কমপ্লিট প্যাকেজ। তাও নামমাত্র খরচে।

শুধু তাই নয়, আপনি যদি পরিবারের খুডেকে নিয়েও আসেন তাতেও কোনও অসুবিধা নেই। কারণ বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টের সঙ্গে রয়েছে নিজস্ব একটি পার্ক। যেখানে আপনার সঙ্গে থাকা কচিকাচারাও চুটিয়ে মজা করতে পারবে। পাশেই ক্যাম্পের নিজস্ব সি বিচ। যেখান থেকে দুর্দান্ত সূর্যাস্ত চোখে পড়ে। বন্ধু বা পরিবারের সঙ্গে সমুদ্রের মজা নিতে পারবেন। বিকেলে ক্যাম্পফায়ার-বারবিকিউর ব্যবস্থাও রয়েছে। এই শীতে আগুন পোহাতে পোহাতে কানে আসবে সমুদ্রের ঢেউয়ের গর্জন। এছাড়াও ঘুরে দেখতে পারেন জম্মদ্বীপ, বেনফিস, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড।

কীভাবে যাবেন?

ট্রেনে বকখালি যেতে চাইলে শিয়ালদহ থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে নামুন নামখানা। সেখান থেকে গাড়িভাড়া করে বকখালি আসতে পারেন। পেয়ে যাবেন বাসও। ধর্মতলা থেকে সরকারি বাসও ছাড়ে বকখালি আসার।

খরচ কত?

মোট ২০টি লাক্সারি টেন্ট রয়েছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টে। যার ভাড়া থাকা আর খাওয়া নিয়ে ১২০০ টাকা মাথাপিছু। একটি টেন্টে সর্বাধিক ৩জন থাকতে পারে। আর যদি আরেকটু কম খরচে ঘুরতে চান তাহলে থাকুন নন এসি টেন্টে। সেক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে ৮০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here