শীতের রাতে শাবকদের নিয়ে ডাস্টবিনে আশ্রয় নিয়েছিল মা পথকুকুর। সেখানে তাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। আগুনে ঝলসে মারাও গিয়েছে এক শাবক।
শুক্রবার গভীর রাতে দুর্গাপুরের তিলক রোডের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারাজের পাশে ডাস্টবিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। সেই সঙ্গে এক পথকুকুরের তীব্র আর্তনাদ। কেন ধোঁয়া বেরোচ্ছে দেখতে গিয়ে তাঁরা দেখেন, ডাস্টবিনের ভিতরে এক বাচ্চা পথকুকুর তখনও জ্বলছিল আগুনে! আর পাশে বসে তার মা চিৎকার করছে। বাকি শাবকেরাও পাশেই গুটিসুটি মেরে রয়েছে! স্থানীয়েরাই আগুন নিভিয়ে তাদের অন্যত্র নিয়ে যান। তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।
গোটা ঘটনায় শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে খবর, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।