কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। শরীর সুস্থ থাকলে তবেই যেকোনও কাজ করার মানসিক ইচ্ছে জাগে। শরীর খারাপ কখন-কীভাবে হবে তা বলা খুব মুশকিল। তবে জ্যোতিষমতে আগে থেকেই বোঝা যায় আগামী দিনে আমাদের স্বাস্থ্যের হাল কী হতে চলেছে। আদেও কোনও স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে কি না। নতুন বছর আসছে। দেখে নিন নয়া বছরে আপনার শরীর কেমন যাবে?

মেষ- নয়া বছরে আপনার শরীর খুব ভালই যাবে। জুন থেকে অক্টোবর মাসের মাঝখান থেকে আপনার পেটের সমস্যা দিতে পারে। তাই এসময় বাসি এবং বাইরের খাবার না খাওয়াই ভাল। শরীর খারাপ হলেই ডাক্তারের দ্রুত পরামর্শ নিন। না হলে তা বৃহৎ আকার নিতে পারে। তবে মানসিক চাপ এই সময়ে বাড়তে থাকবে। সেই চাপকে এড়াতে আপনি কাজে মন দেবেন।

বৃষ- বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্য আরও সতেজ হয়ে উঠবে। আপনি সকল কাজে উদ্যম খুঁজে পাবেন। এই সময় রোজ সকলে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করবেন। খাওয়ার দিকে বিশেষ নজর দেবেন। বাড়ির রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন। এ সময় আপনার দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের এবং মাথায় আঘাত লাগার সম্ভবনা আছে। তাই নতুন বছরের গাড়ি চালালে খুব সাবধানে চালাবেন।

মিথুন- নতুন বছরের আপনাদের স্বাস্থ্য মোটামুটি যাবে। আপনাদের হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই কড়া ডায়েট মেনে চলার চেষ্টা করুন। পা ও কোমড়ে হঠাৎ করে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে কাজের চাপ থাকার কারণে আপনার মানসিক চাপ আরও বাড়তে থাকবে। যার কারণে আপনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়বেন।

কর্কট- নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে কর্কট রাশি স্বাস্থ্য আরও ভাল যাবে। তাঁদের শারীরিক উন্নতির সম্ভাবনা রয়েছে। যে গুপ্ত রোগ নিয়ে আপনি এত দিন ভুগছিলেন সেটা থেকে মুক্তি পাবেন। এই সময় আপনার মাথার একটু সমস্যা দেখা দিতে পারেন। তাই মানসিক চাপ এড়িয়ে চলুন। যদি আপনি এই সময় শারীরিক ভাবে উন্নতি করতে চান তাহলে আবহাওয়ার পরিবর্তন করতে পারেন।

সিংহ- ২০২৫ সালে সিংহ রাশির ব্যক্তিদের শরীর বেশ সুস্থ থাকবে। তবে তাঁদের পা কোমর চোখের সমস্যায় ভুগতে হতে পারে। পেটে নানা সমস্যা হতে পারে। তাই এই সময় তেল এবং চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন। এই সময় পেসার আপনার লো থাকতে পারে। মাথা ঘোরার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন।

কন্যা- নতুন বছরে কন্যা রাশির জাতক জাতিকরা শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। পেট, নার্ভ বাতজ সমস্যা সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। যার জন্য আপনার রক্তপাত হতে পারে। যদি আপনি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনাকে দেহ কষ্টে ভুগতে হতে পারে। পেট ও পায়ের ব্যথা বাড়তে পারে। শারীরিক ভাবে আপনি খুব ক্লান্ত থাকবেন। এই ক্লান্তি কাটাতে আপনি মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতে পারেন।

তুলা- আগের বছর থেকে এই বছরের আপনি অনেকটাই সুস্থ থাকবেন। তবে অবশ্যই এই সময় মাথা ও পা দিকে নজর দেবেন। কারণ আপনার বাতের সমস্যা আরও বাড়তে পারে। এই সময় আপনি রাস্তাঘাটে খুব সাবধানের চলবেন। গলা ও হার্টের সমস্যা দেখা দিতে পারে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন। তবে মানসিক দিক থেকে আপনার একটু চাপ থাকবে। সেই চাপ কাটাতে আপনি বাইরে ঘুরতে যেতে পারেন।

বৃশ্চিক- নতুন বছরের হঠাৎ আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এখন থেকেই স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। পরিবারের কোনও সদস্যের শরীর খারাপের জন্য আপনার অনেক টাকা খরচ হতে পারে। বুকের ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে নতুন বছরে। জুলাই মাস থেকে অগস্ট মাস পর্যন্ত আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে পথে চলুন।

ধনু- নিজের স্বাস্থ্যের প্রতি এই রাশি ব্যক্তিরা এবার নজর দিন, নাহলে আপনাকে অনেক অসুবিধা পড়তে হতে পারে। বছরের শুরুতে আপনার বিভ্রান্তি দেখা দেবে। মাথা যন্ত্রণার ভুগতে হতে পারে আপনাকে। চোখের যন্ত্র নিন। এই সময় গাড়ি চালালে তা সাবধানে। নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ডায়েট মেনে চলতে হবে আপনাকে। এই সময় বাইরে খাবার এড়িয়ে চলুন। না হলে পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

মকর- ২০২৪ সালে আপনার যে পেটের সমস্যায় ভুগছিলেন তা ২০২৫ সালে ঠিক হয়ে যাবে। তবে গুপ্ত কোনও রোগ আবার চাড়া দিতে পারে। সেদিকে খেয়াল রাখবেন। শরীর খারাপ হলে ডাক্তার পরামর্শ নিন। নাহলে আপনার জীবনে অনেক অসুবিধার সৃষ্টি হবে। এই সময় খেলাধুলা এড়িয়ে চলুন। কোনও ভাবেই পায়ে যেন আপনার চোট না লাগে। সেদিকে খেয়াল রাখুন। পড়ে গিয়ে আপনার মাথায় চোট লেগে বমি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ- যে বুকের ব্যথা নিয়ে আপনি এতদিন ভুগছিলেন। সেই বুকে ব্যথা নতুন বছরের কমার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর জন্য ভাল ডাক্তার দেখান। দীর্ঘস্থায়ী যে রোগ নিয়ে আপনি ভুগছিলেন সেই রোগ থেকে আপনার মুক্তি মিলবে। গলা এবং চোখে যদি আপনার সমস্যা থাকে তাহলে তার চিকিৎসা করান। মানসিক চাপ এড়িয়ে চলুন। গাঁটের ব্যথা কমাতে রোজ ব্যায়াম করুন। রোজ সকালে নিয়ম করে হাঁটতে যান। তবে আপনার শরীর ভাল থাকবে

মীন- এই রাশি ব্যক্তিদের নতুন বছরের স্বাস্থ্য খুব ভালই যাবে। আপনারা এই সময় শরীর দিকে বিশেষ নজর দেবেন। গলা ব্যথা হলে ডাক্তার দেখান। অগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন। চেহারা ঠিক রাখার চেষ্টা করুন। বাসি ও বাইরের খাবার এড়িয়ে চলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here