বাঘের আতঙ্ক ফিরে এল ঝাড়গ্রামের ঝাড়খণ্ড সীমানায়। ঝাড়খণ্ডের জঙ্গলে ফের হাজির হয়েছে ওড়িশা থেকে আসা একটি বাঘিনি। ইতিমধ্যেই রাজ্য বন দফতর থেকে বসানো হয়েছে কড়া প্রহরা।

রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা জানিয়েছেন, ‘‘মঙ্গলবার থেকে বনকর্মীরা সক্রিয়। ওঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন। নজর রাখা হচ্ছে বাঘটির গতিবিধির দিকেও। পাশাপাশি, সীমানা এলাকায় বসবাসকারী মানুষদের জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।’’

বন দফতর সূত্রে খবর, বছর তিনেকের প্রাপ্তবয়স্ক ওই বাঘিনির নাম ‘জিনত’। মনে করা  হচ্ছে, সিমলিপালের ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চল থেকেই এসেছে। অনুমান, সিমলিপাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছে জিনত।

এদিকে ঝাড়খণ্ডের চাকুলিয়া ও ঘাটশিলার জঙ্গল থেকে প্রায়ই হাতি ঢুকে পড়ে ঝাড়গ্রামের জামবনি এবং বেলপাহাড়িতে। এ বার বাঘ ঢুকে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here