দাম্পত্যের শুরুই হয় রজনীগন্ধা দিয়ে। বিয়ের পিঁড়িতে রজনীগন্ধার মালা বদলের মধ্য দিয়েই এক সুতোয় বাধা পড়ে দুটি মন। তবে প্রত্যেকের দাম্পত্য মধুর হয় না। নানা কারণে তিক্ত হয়ে ওঠে। স্বামী-স্ত্রীর মধ্যে কারণে অকারণে বিবাদ লেগে থাকে। তবে তা আবারও মধুর করতে কাজে আসতে পারে এই রজনীগন্ধা। জ্যোতিষমতে রজনীগন্ধার কিছু টোটকা আপনার দাম্পত্য ফের করতে পারে মধুময়। দেখে নিন-

বাস্তুবিদদের মতে, নব দম্পতি থেকে শুরু করে সকল দম্পতিকেই বেডরুমে ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা রাখা উচিত। এর সুগন্ধ দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়ায়। এতে সম্পর্কে গভীরতা আসবে।

বাস্তুবিদদের মতে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে রোপণ করুন একটি রজনীগন্ধার গাছ। এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হয় সেই পরিবারের সদস্যদের উপরে।

রজনীগন্ধার সুগন্ধ অত্যন্ত মোহময়ী। তাই মানুষের মনের ওপরেও দারুণ প্রভাব ফেলে এই ফুল। রজনীগন্ধার এই সুন্দর গন্ধ আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করতে পারে। তাতে পরিবারে বজায় থাকবে সুখ শান্তি।

দেবতাকে পুজো করার ক্ষেত্রেও কিন্তু রজনীগন্ধা ফুলের মালা ভীষণভাবে ব্যবহার করা হয়। প্রতিদিন টাটকা রজনীগন্ধা ফুলের মালা গৃহ দেবতার মূর্তি কিংবা ছবিতে পরিয়ে দিন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এমনটাই জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here