অনেক সময় আমরা নিজেদের ভাল থাকার জন্য অন্যের উপর নির্ভর করি। কে কেমন আমাদের সঙ্গে ব্যবহার করছে, তার উপর নির্ভর করে আমাদের মুড কেমন থাকবে। ফলে হয় কী, কেউ আঘাত দিলে আমরা ভেঙে পড়ি। তাই অনেকেই আঘাত দিয়ে উল্টো দিকের মানুষটাকে ঘায়েল করার চেষ্টা করে। তখন কী করবেন, বলছেন গৌর গোপাল দাস।

তিনি বলছেন, নিজেদের ভাল থাকার রাশ কখনও অন্যের হাতে দিতে নেই।

নিজের ভাল থাকার পাসওয়ার্ড নিজের কাছে গচ্ছিত রাখা দরকার। বরং কারও প্রতি কোনও প্রত্যাশা না রেখেই ভালবাসা দরকার।

প্রত্যাশা ছেড়ে দিলে দেখা যাবে, অন্যে খুঁতগুলো কম চোখে পড়ছে। উল্টোদিকের মানুষটাকে তারা যেমন, তাদের মতো করেই ভালবাসতে পারা যাবে।

নিজেকে ভালবাসা স্বার্থপরতা নয়, বরং এটি অন্যকে নিঃস্বার্থভাবে ভালবাসা এবং অন্যদের সেবা করার ভিত্তি। নিজেকে ভালবাসলে, প্রিয়জনদের প্রতিও একই ভালবাসা আসবে।

গৌরগোপাল দাস বলেন, নিজেকে ভালবাসা, নিজের মনটা নিজের মতো করে গুছিয়ে নেওয়া, অন্যের মুখ চেয়ে বসে না থাকাতেই রয়েছে ভালথাকার মন্ত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here