মহিলাদের জন্য চালু হয়েছে গৃহলক্ষ্মী যোজনা। বিগত কয়েক বছরে মহিলাদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে। আর সেই সকল প্রকল্পগুলি সমাজের দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষদেরকে আর্থিক ভাবে সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত হয়। রাজ্য সরকার পরিচালিত ঠিক এরকমই একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হল “গৃহলক্ষ্মী যোজনা”। আর এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতিমাসে পান আর্থিক সহায়তা।

আবেদনকারী মহিলাদের দেওয়া হয় ২০০০ টাকা করে। তাই আপনি যদি যোগ্য মহিলা হন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন। গৃহলক্ষী যোজনা কর্ণাটক রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আর আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন তবে দেরি না করে আজই অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং প্রতি মাসে ২০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের অর্থ মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই স্কিমের মাধ্যমে মহিলারা প্রতিমাসে পান ২০০০ টাকা। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা বছরে ২৪ হাজার টাকা পাবেন। নিঃসন্দেহে, এটি সকলের জন্যই খুব উপকারী হবে।

১) এই প্রকল্পের যারা আবেদনকারী তাঁদেরকে অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীকে APL (Above Poverty Line) বা BPL (Below Poverty Line) পরিবারের সদস্য হতে হবে।  ৩) এই প্রকল্পে পরিবারের গৃহিণী বা মহিলারাই আবেদন করতে পারবেন।

এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। আর এরপর পূরণ হওয়া আবেদনপত্রটি জমা করুন। আপনার আবেদন অনুমোদিত হলে সরাসরি DBT -এর মাধ্যমে প্রতিমাসে ২০০০ টাকা পাঠানো হবে আপনার ব্যাঙ্ক একাউন্টে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here