প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র। জানানো হয়েছে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের নাম ‘প্যান ২.০’ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এর জন্য বরাদ্দ করেছে ১৪৩৪ কোটি টাকা।

প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন সাধারণ মানুষকে প্যান ২.০ প্রকল্পের জন্য কোনও খরচ করতে হবে না। যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই। বর্তমান প্যান নম্বর বদলও করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানানো হবে। নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউ আর কোড থাকবে।

নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই ‘পেপারলেস’ বা ডিজিটাল হবে বলেও জানিয়েছে কেন্দ্র। ডাউনলোড করে রাখা যাবে মোবাইলে। কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে।

পাশাপাশি কেন্দ্র এ-ও জানিয়েছে, প্যান ২.০ প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here