আরজি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলা থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে বৃহস্পতিবার অনকল ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। শুক্রবার সকালে সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গিয়েছে ফরেন্সিক দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। বৃহস্পতিবারও ছিলেন ডিউটিতে। হাসপাতাল সূত্রে খবর, রাত ২টো পর্যন্ত ডিউটি করেছিলেন তরুণী চিকিৎসক। সঙ্গে ছিলেন আরও দুই জুনিয়র ডাক্তার। তাঁরা রাতে এক সঙ্গে খাওয়াদাওয়া করেন। এর পর তরুণী চিকিৎসক পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান। শুক্রবার সকালে তাঁকে ডাকাডাকির পর সেই সেমিনার হলে তাঁর দেহ দেখতে পান। হাসপাতালের একটি সূত্রের দাবি, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পোশাকও ছিল অবিন্যস্ত।
কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ডাক্তারি পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের দাবি, হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধি করা হোক, সিসিটিভি বসানো হোক। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ওই ট্রেনি ডাক্তারের মৃত্যু নিয়ে মুখ খোলেনি।