জীবনে ভাল থাকতে সুখী থাকতে সকল মানুষই চায়। তার জন্য দিবারাত্র পরিশ্রমও করে। অনেকে জীবনে সুখী হয় আবার কেউ অনেক কষ্ট করেও সুখের দেখা পায় না। বাস্তুশাস্ত্র মতে কোনও মানুষের উন্নতি বা অবনতিতে তার বাস্তুর বেশ বড় ভূমিকা থাকে। তাই বাস্তু মতে গৃহসজ্জা করা খুব জরুরি। শুধু বাড়ির ঘরই নয় বাথরুমেও বজায় রাখতে হবে বাস্তুর নিয়ম। বাস্তু মতে এমন কিছু জিনিস আছে যা বাথরুমে রাখা মোটেও গৃহের পক্ষে কল্যাণকর নয়। দেখে নিন কোন জিনিসগুলি রাখবেন না-

ভাঙা কাঁচ- বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে ভুলেও ভাঙা কাঁচ রাখবেন না। এতে বাস্তু দোষ হতে পারে। ঘরে নেতিবাচক শক্তির বিস্তার হয়। যে কারণে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন।

ছেঁড়া চপ্পল- বাথরুমের জন্য অনেকেই পুরানো, ছেঁড়া চপ্পল ব্যবহার করেন। কিন্তু বাস্তু মতে, ছেঁড়া চপ্পল কখনই বাথরুমে রাখা উচিৎ নয়। এতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি বাড়তে পারে।

ভেজা জামাকাপড়- বহু মানুষই বাথরুমে জামাকাপড় কেচে রেখে দেন। বাস্তুশাস্ত্র মতে ইহা মোটেও ভাল নয়। বাথরুমে রাখা ভেজা কাপড় নেগেটিভ এনার্জি বাড়ায়। বাস্তু দোষও হতে পারে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ভেজা পোশাক বাথরুমে রাখলে সূর্য দোষও দেখা দেয়।

ঝাঁটা– বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র বাথরুমের বাইরেই রাখুন।

চুল– শ্যাম্পু করার সময় চুল পড়েই। কিন্তু সেই চুল বাথরুমে ফেলে রাখা উচিৎ নয়। সঙ্গে সঙ্গে সেই চুল সরিয়ে ফেলুন। কারণ ঝরা চুল আর্থিক অনটন ডেকে আনে। দারিদ্রতা দেখা দেয়। বাস্তু দোষ হয়। এতে শনি ও মঙ্গল দোষও হয়।

খালি বালতি- বাথরুমে কখনই খালি বালতি রাখা উচিৎ নয়। বালতিতে সর্বদা জল ভরে রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে, খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।

কোনও ছবি রাখবেন না- বাথরুমে কোনও ছবি বা পেন্টিং রাখা উচিৎ নয়। এতে নেতিবাচক শক্তির বিস্তার ঘটে। পরিবারে আর্থিক অনটন শুরু হয়। সঞ্চয় থেকে টাকা জলের মতো খরচ হতে থাকে।

গাছপালা- ঘরে গাছপালা রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। কিন্তু গাছ বাথরুমে রাখলে তা নেতিবাচক হয়ে উঠবে। তাই ভুলেও বাথরুমে কোনও গাছ রাখবেন না। বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here