নতুন বছর আসতে বাকি আর মাত্র দু’মাস। তারপরেই নতুনের ডালি সাজিয়ে উপস্থিত হবে ২০২৫।  নতুন বছরে কী অপেক্ষা করছে পৃথিবীর জন্য? এ নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস।

ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান তিনি। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার। নস্ত্রাদামুস আবার ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। এঁরা দুজনেই বহু ভবিষ্যতবাণী করেছেন, তার মধতে মিলেও গিয়েছে আনেক। ২০২৫ নিয়ে কী বলেছেন  বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস, চলুন জেনে নিই।

২০২৫ সালে ইউরোপের বুকে যুদ্ধ নেমে আসতে পারে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। ইউরোপের জনসংখ্যার একটা বড় অংশের প্রাণহানি ঘটবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ছাড়াও, ইউরোপের আরও দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ বাধতে পারে বলে জানিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা।

২০২৫ সালে বহির্বিশ্ব অর্থাৎ ভিনগ্রহীদের সঙ্গে পৃথিবীবাসীর যোগাযোগ গড়ে উঠতে পারে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। আবার তিনি বলেছেন, মনের কথা প্রকাশ করতে আর মুখ খুলতে হবে না মানুষকে। বরং মস্তিষ্কের সংযোগ গড়ে উঠবে। বুলি না আউড়েই পরস্পরের কথা বোঝা সম্ভব হবে।

নস্ত্রাদামুস জানিয়ে গিয়েছেন, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতে পারে এ বছর। বিধ্বস্ত হয়ে দু’পক্ষই আলোচনার পথে হাঁটবে। তবে সাময়িক স্থায়ী হবে শান্তি। ২০২৫ সালে ব্রাজিলে অগ্ন্যুৎপাত এবং বন্যার জেরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন নস্ত্রাদামুস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here