প্যারাসিটেমল, প্যান ডি সহ একাধিক ভিটামিন ক্যালসিয়াম ওষুধ গুণমান পরীক্ষায় পাশই করতে পারেনি। একটি দুটি নয়, ৫৩টি ওষুধের এমনই অবস্থা। তাই একথা সত্য যে বিকল্প খোঁজার সময় এসেছে।

জ্বর, সর্দি-কাশি এসবের জন্য আমরা সাধারণত প্যারাসিটেমলই খেয়ে থাকি। কিন্তু এই গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি প্যারাসিটেমল, এবার তাহলে কী ওষুধ খাবেন।  বিশেষজ্ঞ চিকিৎসক মিনেশ মেহতা হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন প্যারাসিটেমলের বিকল্প হতে পারে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, মেপ্রোসিন, মেফটাল এবং নিমেসুলাইড।

আইবুফ্রোবেন সাধারণত ব্যথার জন্য দেওয়া হয়। এই ওষুধ জ্বরের জন্যও প্রেসক্রাইব করা যেতে পারে। আইবুফ্রোবেন নন স্টেরয়েডাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি । নিমুসুলাইড জ্বর ও ব্যথা কমাতে কার্যকরী। এই ওষুধের উল্লেখ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ব্যথা ও জ্বর কমানোর ক্ষেত্রে প্যারাসিটেমলের থেকেও বেশি কার্যকরী ডাইক্লোফেনাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here