অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কাল ভৈরব জয়ন্তী। এই দিন পরম্পরা মেনে শিবের পুজো করা হবে। কথিত রয়েছে, শিবের উগ্র রূপের পুজো করা হয় কাল ভৈরব জয়ন্তীতে। বলা হয়, এই কাল ভৈরব রূপে দেবদিদেব মহাদেব ন্যায়প্রিয় হয়ে ওঠেন। আর সেই কারণেই বলা হয়, এই দিনে সৎকর্ম করলে মেলে দেবকৃপা। দেখা যাক, কাল ভৈরব তিথি চলতি বছরে কবে পড়েছে?

কাল ভৈরব জয়ন্তী ২০২৪ তিথি- মনে করা হয়, কাল ভৈরব জয়ন্তীর দিন পাপ নাশ হয়। এই দিনে ঘরে আসে শুভ কোনও বিষয়। ২০২৪ সালের কাল ভৈরব জয়ন্তী পড়ছে ২২ নভেম্বর। অর্থাৎ শুক্রবার পড়ছে কালভৈরব জয়ন্তী। ২২ নভেম্বর, সন্ধ্যা ৬ টা ৭ মিনিট থেকে নাগাদ এই কাল ভৈরব জয়ন্তী পড়বে। অষ্টমী তিথি ২৩ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিট পর্যন্ত চলবে।

কাল ভৈরব কথা- কথিত রয়েছে, একবার ঋষি-মুনি সকলের মধ্যে চর্চা চলছিল যে, ব্রহ্মাণ্ডে সবচেয়ে শ্রেষ্ঠ কে? তখন ব্রহ্মা নিজেরে শ্রেষ্ঠ বলে দাবি করেন। সেকথা তিনি দেবতা ও ঋষি মুনিদের বলেন। সেকথা ঋষি মুনিদের ভাল লাগেনি। এরপর ব্রহ্মা, নিজেকে শিবের চেয়েও শ্রেষ্ঠ বলে দাবি করেন। তখনই দেবাদিদেব শিবের ক্রোধ দেখা যায়।

কাল ভৈরবের কাহিনী- শোনা যায়, এরপর শিব, কাল ভৈরবের রূপ নেন। তিনি গিয়ে ব্রহ্মার ৫ মুখের থেকে একটিকে কেটে দেন। ওই মুখটিই ছিল ব্রহ্মার অহংকারের মুখ। সেই অহংকারের মুখটি ছিন্ন হতেই, ব্রহ্মা নিজের ভুল স্বীকার করেন। তবে ব্রহ্মার শিরচ্ছেদের ফলে কালভৈরবের বহ্মহত্যা দোষে দোষী হন। তখন তিনি কাশী যান। সেখানে পৌঁছে কালভৈরবের দোষ সমাপ্ত হয়, আর তখনই কালভৈরবকে কাশীর কোতয়াল নিযুক্ত করেন শিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here