হাওড়া ব্রিজে বন্ধ থাকছে যান চলাচল। কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে, শনিবার অর্থাৎ ১৬ নভেম্বর, রাত ১১.৩০ মিনিট থেকে রবিবার, ১৭ নভেম্বর ভোরবেলা সাড়ে ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজে যান চলাচল। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে নিত্যযাত্রীদের কথা চিন্তা করে বিকল্প পথে ঘোরানো হচ্ছে যানবাহন। যে সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ পার করে কলকাতার দিকে যেতে চাইছে, সেগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘোরানো হবে। এগুলি আরবি সেতু-বার্ন স্ট্যান্ডার্ড মোড়- ফরশো রোড- কাজিপাড়া রুটে যাবে। যে গাড়িগুলি দক্ষিণ হাওড়া বা পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতার দিকে যাবে, তারা নিবেদিতা সেতু বা বালি ব্রিজের রাস্তা নিতে পারে। সেক্ষেত্রে রুট হল, এইচআইটি ব্রিজ-গোলবাড়ি পুলিশ থানা ক্রসিং-জিটি রোড- দোবোসন রোড-জিটিরোড বা সিএম ব্রিজ-জিটি রোড।

উল্লেখ্য, গঙ্গার উপর হাওড়া ব্রিজ লোহার কাঠামো ও স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ফলে সেগুলি কেমন অবস্থায় রয়েছে সেগুলি খতিয়ে দেখবে পোর্ট কর্তৃপক্ষ। আর সেই কারণেই এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here