ময়দানে ফের ধ্বংসলীলা চালাল সেনাবাহিনী। গত বুধবার সাংবাদিক সম্মেলন করে ক্লাবের মার্চেন্ডাইস শপ উদ্বোধন করেছিল মোহনবাগান। সেখানে মূলত ক্লাবের লোগো বসানো কফি মগ, ছাতা, বোতল সহ বেশ কয়েকটি জিনিস পাওয়া যাচ্ছিল। কিন্তু শুক্রবার সেই মার্চেন্ডাইস শপটাই আর রাখল না সেনাবাহিনী।
কলকাতা ময়দানের প্রত্যেকটি ক্লাবই সেনাবাহিনীর অধীনে। তাই কোনও কিছু করতে হলে সেনাবাহিনীর থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলে খবর। সেই কারণেই নাকি ওই অস্থায়ী দোকান ভেঙে দিয়েছে সেনাবাহিনী। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, দোকানটি ছিল অস্থায়ী। সেই কারণে সেনাবাহিনীর কাছে আলাদা ভাবে অনুমতি নেওয়া হয়নি।
এ দিন মোহনবাগানে সেনাবাহিনীর ভাঙচুর কাণ্ড কার্যত সারা ফেলে দিয়েছে ময়দানে। সমস্যা মেটাতে ইতিমধ্যেই আসরে নেমেছেন খোদ বাগান সচিব দেবাশিস দত্ত। ব্যক্তিগত কাজে বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, তিনি শহরে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনায় বসবে দুই পক্ষ। শুধু মার্চেন্ডাইস শপ‘ই নয়, খেলোয়াড়দের আইস বাথ নেওয়ার জন্য মাঠের পাশে থাকা একটি বিশেষ ঘরেও ধ্বংসলীলা চালিয়েছেন সেনারা। যদিও ময়দানে এই ঘটনা নতুন নয়, এর আগে ইস্টবেঙ্গলে তৈরি হতে চলা একটি শৌচালয় ভেঙে দিয়েছিল সেনাবাহিনী।