শিখ ধর্মের প্রথম ধর্মগুরু ছিলেন গুরু নানক। আজ ১৫ নভেম্বর গুরুনানক জয়ন্তী। গুরুপূর্ণিমার দিন জেনে নিন গুরু নানকের বলা বিশেষ কিছু বাণী যা আপনার জীবনপথের পথিক হতে পারে।
১. অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু, তাই অহংকার থেকে দূরে থাকুন।
২. প্রত্যেক মানুষের মনে একে অপরের প্রতি প্রেম, একতা ও ভাতৃত্বের ভাবনা থাকা উচিত।
৩. দুশ্চিন্তা না করে, নিরলসভাবে কাজ করুন এবং সবসময় সুখী থাকার চেষ্টা করুন।
৪. নিজের আয়ের দশম ভাগ পরোপকারে এবং নিজের সময়ের দশম ভাগ প্রভু ভক্তির কাজে ব্যয় করুন।
৫. ইশ্বরের উপাসনা করলে কখনও কারও থেকে ভয় পাওয়ার প্রয়োজন পড়ে না; খারাপ কাজ থেকে দূরে থাকুন।
৬. মহিলাদের প্রতি অসম্মান কখনও করা উচিত নয়।
৭. সর্বোত্তম আরাম এবং শান্তি পাওয়া যায় যখন কেউ স্বার্থপরতা দূর করে অন্তর থেকে প্রেম এবং সহানুভূতি অনুভব করে।
৮. ঈশ্বর এক এবং অদ্বিতীয়; তাঁর নামই সত্য। তিনিই জগতের সৃষ্টিকর্তা।
৯. যে মানুষ মৃত্যুর প্রকৃত অর্থ জানে, সে আর মৃত্যুকে ভয় পায় না।
১০. ধর্মের নামে অন্ধ বিশ্বাস, স্বার্থপরতা এবং সংকীর্ণতা দূর করা উচিত। এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে ভালোবাসা উচিত।