শনির প্রভাবে নানা রকমের প্রভাব পড়ে জাতক জাতিকাদের জীবনে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। আর ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে। এরপর মীন রাশিতে প্রবেশ করবে। মীনে শনির প্রবেশের ফলে ২০২৫ সাল থেকে বহু রাশির ভাগ্য ঘুরে যাবে।
শনি, মীন রাশিতে প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তার ফলে বহু রাশির জীবনে বাম্পর লাভ হবে অর্থ, সমৃদ্ধির দিক থেকে। কোন কোন রাশি লাভবান হবে? দেখে নিন। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত মীনে থাকবে শনি।
বৃষ: টাকার জন্য যে সমস্ত কাজ আটকে রয়েছে, তা সম্পন্ন হতে পারে। ব্যবসায় লাভ হবে। ২০২৫ সালের শেষের দিকে শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের শুভ সময়। জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যা শেষ হবে। নানা রকমের আনন্দ জীবনে পাবেন।
কর্কট: জীবনে নানা রকমের সমস্যা শেষ হয়ে সুবিধা আসবে। জীবনে ধীরে ধীরে ভাল সময় আসবে। স্বাস্থ্যের দিক থেকে সমস্যা মিটে যাবে। আমদানি বাড়বে। হঠাৎ করে আসবে টাকা। এই সময় বিনিয়োগ লাভদায়ী হবে। মনের ইচ্ছা পূরণ হবে।
মকর: ওই বছরে সাড়েসাতি থেকে মুক্তি মিলবে। আধ্যাত্মের দিকে আপনা ঝুঁকবেন। কোনও ধার্মিক কাজে আপনি অংশ নিতে পারবেন। বিভিন্ন রকমের কাজে আসবে সাফল্য। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।