বিজয় হাজারে ট্রফিতে বাংলার পেস ত্রয়ীর দাপট, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় অভিমন্যুদের

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ৩১ ডিসেম্বর: বিজয় হাজারে ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল বাংলা। আজ রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড ‘এ’-তে বাংলা জিতল ৯ উইকেটে, ২৪৩ বল বাকি থাকতেই। বল হাতে রেখে জেতার নিরিখে এই টুর্নামেন্টের ইতিহাসে এটি বাংলার দ্বিতীয় সেরা জয়‌। এর আগে, ২০২২ সালে রাঁচিতে মিজোরামকে ৫৭ রানে বেঁধে ফেলে বাংলা জিতেছিল ২৬২ বল বাকি থাকতেই।

টস জিতে এদিন বাংলা ফিল্ডিং নিয়েছিল। এই ম্যাচে অভিষেক হলো অনূর্ধ্ব ১৯ দলের হয়ে নজর কাড়া স্পিনার রোহিতের। তবে রোহিতকে এদিন বল করতে হয়নি। বল হাতে বিপক্ষকে থামানোর পুরো কাজটাই সারলেন তিন পেসার। প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া জম্মু ও কাশ্মীর ২০.৪ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক পরশ ডোগরা ৪৬ বলে সর্বাধিক ১৯ রান করেন।

মুকেশ কুমার ৬ ওভারে ১৬ ও আকাশ দীপ একটি মেডেন-সহ ৮.৪ ওভারে ৩২ রান খরচ করে চারটি করে উইকেট দখল করেন। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৪ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলা ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক পোড়েল ২৬ বলে ৩০ (তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে) এবং সুদীপ কুমার ঘরামি ২৭ বলে ২৫ (পাঁচটি চারের সাহায্যে) রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৪ বলে ৪ রান করে আকিব নবির শিকার হন। টানা দুই ম্যাচে সেরার পুরস্কার জিতলেন মুকেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here